হিমালয়। যাকে ট্রেনিং দেওয়া হয়েছিল মহাপুরুষের। কিন্তু অলৌকিক, জাদুবাস্তবতার এক কাল্ট ফলোয়িং তৈরি করেছে সেই হলুদ পাঞ্জাবি পরা যুবক। তার জন্য অপেক্ষায় থাকে রূপা। বাংলা সাহিত্যের জনপ্রিয়তম চরিত্র চন্দ্রগ্রস্ত হিমুর মধ্য দিয়ে পাঠকদের দারূণ ভাবে আকৃষ্ট করেছেন হূমায়ুন আহমেদ। নিজের লেখার জাদুতে বাংলার তরুণ প্রজন্মকে একটা ঘোরের মধ্যে নিয়ে গেছেন তিনি। পাঠকদের ওপর হিমুর প্রভাবের নেতি-ইতির মনস্তাত্বিক ধূসরতা নিয়ে আইস টুডের আয়োজনে বাংলায় প্রথমবারের মতো ধারণ করা অডিও পডকাস্টের প্রথম পর্বের দ্বিতীয় কিস্তিতে কথা বলেছেন তরুণ দুই কাউন্সেলিং সাইকোলজিস্ট এ্যানি বাড়ৈ ও মো: রকিবুল হাসান।