সচেতন পুরুষের ১৬ অনুষঙ্গ

ফ্যাশন সচেতন পুরুষ তার পোশাকের পাশাপাশি খেয়াল রাখেন অনুষঙ্গের প্রতিও। এই যেমন অনেকেই আজকাল মোবাইলেই সময় দেখে নেন, আলাদা করে হাতঘড়ি কেনাটাকে বাড়তি খরচ মনে করেন। কিন্তু ফ্যাশন সচেতন পুরুষদের কাছে ঘড়ি খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্টাইলিশ রিস্টওয়াচ ছাড়া ফ্যাশন যেন পূর্ণতা পায় না। এরকম ১৬ ফ্যাশন অনুষঙ্গের কথা জানিয়েছে হাফিংটন পোস্ট। যার মধ্যে রয়েছে জুতা, স্যুট থেকে শুরু করে ছাতা পর্যন্ত! দেখুন তো আপনার সংগ্রহে সব আছে কিনা ঠিকঠাক?

ডেজার্ট বুট

ডেজার্ট বুট

আধুনিক, ফ্যাশন সচেতন পুরুষের সু র‌্যাকে ডেজার্ট বুট তো থাকতেই হবে। ক্যাজুয়াল এবং ফরমাল দুই ধরণের সাজের সঙ্গেই মানানসই এই বুট। ফিতাওয়ালা এই বুটের তলাটা একদম সমান থাকবে। গোড়ালির উপরে একটু উঁচু থাকবে। ব্যাস! জিন্স, গ্যাবাডিন বা ফরমাল প্যান্ট সবকিছুর সাথেই দিব্যি মানিয়ে যাবে।

কনভার্স স্নিকার্স

কনভার্স স্নিকার্স

এই জুতা সব পুরুষেরই অন্তত এক জোড়া আছে। এর অবশ্য কারণও আছে। ছুটির দিনে বা কোথাও বেড়াতে গেলে একরঙা এসব কনভার্স স্নিকার্স আরামদায়ক তো বটেই,সেই সঙ্গে ট্রেন্ডি ও স্টাইলিশ। কেনার সময় খেয়াল রাখবেন এক রঙা যেন হয় আর রঙের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন নেভি, ডার্ক গ্রে, কালো অথবা সাদা রংকে।

লেদার বেল্ট রিস্ট ওয়াচ

লেদার বেল্ট রিস্ট ওয়াচ

যত আপগ্রেডেড ভার্সনের স্মার্টফোনই আপনার পকেটে থাকুক, হাতে কিন্তু ঘড়ি মাস্ট!আর রিস্ট ওয়াচের ক্ষেত্রে লেদার বেল্টের বিকল্প কমই আছে। স্মার্ট এবং ক্যাজুয়াল বা ফরমাল পোশাকের সঙ্গেও দারুন মানিয়ে যায়। আর লেদার বেল্টটা কিনবেন বাদামি বা কালোর রংয়ের মধ্যে।

নেভি স্যুট

নেভি স্যুট

অনেকেই সবসময় পড়ার জন্য বা ঝুঁকি না নিতেই ব্ল্যাক স্যুট বেছে নেন। তবে আপনি যখন একজন ফ্যাশন সচেতন পুরুষ আপনাকে তো একটু আলাদা হতেই হবে। স্যুটের ক্ষেত্রে তাই নেভি স্যুট বেছে নিন। সব ধরণের গায়ের রংয়ের সাথে এই রংটা মানিয়ে যাবে। ফরমাল ইভেন্ট বা ক্যাজুয়াল গেট টুগেদার সব জায়গাতেই পড়তে পারবেন। জিন্স, গ্যাবাডিন বা ফরমাল প্যান্টের সঙ্গেও মানিয়ে যাবে। নেভি স্যুটের সঙ্গে মিলিয়ে শার্ট ও টাই পড়ার অপশনও পাবেন প্রচুর।

ধূসর স্পোর্ট কোট

ধূসর স্পোর্ট কোট

আপনি যদি ক্যাজুয়াল প্রোগ্রামগুলোতে আরেকটু হালকা মুডে থাকতে চান তাহলে একটা ধূসর স্পোর্ট কোট কিনে নিন। শার্ট, টিশার্ট অথবা জিন্স, গ্যাবাডিন প্যান্টের সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন। কালো, বাদামি বা খাকি রংয়ের প্যান্টের ওপর ধূসর স্পোর্ট কোট বেশ ট্রেন্ডি।

চামড়ার বাদামি জুতা

চামড়ার বাদামি জুতা

সবসময় পড়ার জন্য চামড়ার জুতাটা কালো নেয়াই ভালো- এই ভাবছেন তো? ভুল ভাবছেন। চামড়ার জুতাটা অবশ্যই বাদামি কিনবেন, মোটেই কালো নয়। বাদামির মধ্যে হালকা ক্যামেল কালার অথবা ডার্ক চকলেটি ব্রাউনটা নেবেন। এটা আপনার নেভি স্যুটের সাথে দারুনভাবে খাপ খাবে। ধূসর বা খাকি রংয়ের স্যুটের সাথেও ভালো লাগবে।

চামড়ার বাদামি বেল্ট

চামড়ার বাদামি বেল্ট

জুতার রংয়ের সঙ্গে মিলিয়ে বেল্ট কেনাটাই ভালো। এতে কন্ট্র্যাস্ট ভালো হয়।

হালকা রংয়ের টাই

হালকা রংয়ের টাই

অনেকে টাই পড়তে পছন্দ করেন না। আর আমাদের দেশের আবহাওয়ায় শীতকাল ছাড়া টাই পড়াটা অস্বস্তিকরও বটে। তবে ফরমাল অনুষ্ঠান বা কোন গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেলে শার্ট আর স্যুটের সাথে টাই তো পড়তেই হয়। টাইয়ের ক্ষেত্রে হালকা এক রঙা বা স্ট্রাইপের টাই বেছে নিতে পারেন।এক রংয়ের সলিড গ্রে বা ডার্ক রেড কালারটা নিতে পারেন যদি ট্রেডিশনাল লুক চান।এর বাইরে চিকন নেভি স্ট্রাইপের টাই নিতে পারেন কন্ট্র্যাস্ট কোন কালারের সাথে।দেখতে ভালো লাগবে।

গাঢ় রংয়ের স্ট্রেইট-লেগ জিন্স

গাঢ় রংয়ের স্ট্রেইট-লেগ জিন্স

ফেড বা প্রি-ফেডিং থাকবে না, ছেঁড়াও থাকবে না। একদম সিম্পল, স্ট্রেইট-লেগড জিন্স প্যান্ট আপনার ক্লোজেটে থাকতেই হবে।

স্ট্রেইট-লেগ খাকি প্যান্ট

স্ট্রেইট-লেগ খাকি প্যান্ট

জিন্সের পাশাপাশি গ্যাবাডিনের প্যান্ট রাখুন। এক রংয়ের গাঢ় খাকি স্ট্রেইট-লেগ প্যান্ট আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যাবে। সেই সাথে দেবে আরাম ও ক্যাজুয়াল লুক।

এক রঙের সাধারণ হুডি

এক রঙের সাধারণ হুডি

এক রঙা সাধারণ একটা হুডি রাখবেন শীতের জন্য। এর নিচে ক্রুনেক টিশার্ট পড়তে পারেন, পায়ে থাকবে কনর্ভার্স স্নিকার্স। চেষ্টা করবেন হুডিতে যেন কোন লেখাজোকা না থাকে। সিম্পল, এক রংয়ের হুডি।

এক রংয়ের প্লেইন ক্রুনেক টিশার্ট

এক রংয়ের প্লেইন ক্রুনেক টিশার্ট

এক রংয়ের প্লেইন ক্রুনেক টিশার্টগুলো আপনি হুডির নিচে পড়তে পারবেন। এছাড়া জিন্সের সাথে বা ট্রাউজারের সাথেও পড়তে পারবেন। এক রংয়ের টিশার্ট কিনবেন, টিশার্টের গায়ে লেখাজোকা না থাকাই ভালো।

ক্রুনেক সোয়েটার

ক্রুনেক সোয়েটার

স্টাইলিশ জ্যাকেট, কোট বা ব্লেজার শীতের সময় যাই পড়ুন না কেন, সোয়েটার রাখতে ভুলবেন না। ক্যাজুয়াল এবং ফরমাল দুইভাবেই সোয়েটার মানানসই। এক রঙা ক্রুনেক সোয়েটার পড়তে পারবেন জিন্স, গ্যাবাডিন বা ফরমাল প্যান্টের সাথে। স্টাইলিশ এবং একইসাথে ট্রেন্ডি।রংয়ের ক্ষেত্রে হালকা ধূসর, নেভি, মেরুন বা সবুজ রং বেছে নিতে পারেন।সব ধরণের শার্টের উপরই পড়তে পারবেন।

মাঝারি আকৃতির ব্যাগ

মাঝারি আকৃতির ব্যাগ

খুব বড় না আবার ছোট না। জিমে বা অল্প জিনিস নিয়ে বাইরে যাওয়ার ক্ষেত্রে মাঝারি আকৃতির ব্যাগ বেশ মানানসই। ম্যাসেঞ্জার বা ডাফল ব্যাগ ব্যবহার করতে পারেন।দেখতে সুন্দর, আকারে মাঝারি, যে কোন পোশাকের সাথে মানিয়ে যায়।চামড়া বা কাপড়ের হতে পারে ব্যাগটি।

সানগ্লাস

সানগ্লাস

ফ্যাশন সচেতন পুরুষের সংগ্রহে নানা রকমের রোদ চশমা থাকবে না এটা হতেই পারে না।ওয়েফ্যারার শেপের গাঢ় বাদামি বা কালো রংয়ের চশমার আবেদন সবসময়ই থাকবে। তবে মুখের আকৃতি অনুযায়ী সানগ্লাসের শেপ আলাদা হবে। কেনার আগে একটু আয়নায় ঝালিয়ে নেবেন কোনটায় বেশি মানায়।

কালো ছাতা

কালো ছাতা

সেই ১৯৫২ সাল থেকে চালু আছে কালো ছাতা। এখনো এর আবেদন ফুরায়নি। ১৯৫২ সাল কেন? মনে করে দেখুন ‘সিঙ্গিং ইন দ্য রেইন’ ছবিতে জিন কেলি যখন ড্যাবি রেনল্ডসকে চুমু খেয়েছিলেন তখন কিন্তু তাঁর মাথার উপর কালো একটা ছাতাই ধরা ছিল। তাই যতই দিন বদলাক, ফ্যাশন সচেতন পুরুষের হাতে কালো ছাতার আবেদন বদলাবে না। রোদ বা বৃষ্টি যাই থাকুক, এই ছাতার তলেই আপনি স্বচ্ছন্দ।