মিউজিক কাভারের কেরামতি

প্রতিষ্ঠিত ও জনপ্রিয় কোনো কাজ নিজের মতো করে উপস্থাপন করার চল আজকালের নয়। চিত্রশিল্প আর সংগীতে কাভারের চল অনেকদিনের। আমাদের আজকের লিজেন্ডরাও এক সময় কাভার করেছেন ব্রায়ান অ্যাডামস আর জিম মরিসনদের। যদিও মুক্ত প্ল্যাটফর্ম ইউটিউবের কল্যাণে কাভারের রমরমা চলছে এখন। এমনকি পেশা হিসেবেও কাভারকে বেছে নিচ্ছেন অনেকেই। সাংহা জাংয়ের কথা মনে থাকতে পারে। এক শিশুর গিটারে বাজানো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের থিম সংয়ের ভিডিও হয়েছিল দুর্দান্ত গতিতে ভাইরাল।

আসুন এক নজরে জেনে নেওয়া যাক এ সময়ের সেরা কাভার আর্টিস্টদের, যাদের সাবস্ক্রাইব করলে আপনিও টিউনড ইন হতে পারবেন দারুণ সব সংগীতায়োজনে।

এরিক ক্যালডারনের মিটস মেটাল :

ওস্তাদ গিটারিস্ট এরিক ক্যালডারন। বিভিন্ন জনপ্রিয় গান ও মিউজিক গিটারে কাভার করে এখন বিশ্বব্যাপী জনপ্রিয় তিনি। রিফ আর সলো দিয়ে গানগুলোকে একটু মেটালিক ধাঁচে এনেছেন এরিক। তাই নিজের কাভারগুলোকে তিনি বলছেন মিটস মেটাল। ইউটিউব চ্যানেলের নাম 331Erock। মাইকেল জ্যাকসন, গেম অব থ্রোনসের থিম সং, ফ্রোজেনের লেট ইট গো আর হ্যারি পটারের থিম সংয়ের মত জনপ্রিয় সব মিউজিক কাভারের ভিডিও অ্যাভেইলেবল তার চ্যানেলে।

বয়েস এভিনিউ :

বয়েস এভিনিউ অ্যামেরিকান রক ব্যান্ড। বিভিন্ন জনপ্রিয় গানের ব্যতিক্রমধর্মী ও মিউজিক্যালি স্ট্রং  কাভার করে সারাবিশ্বে এখন দুর্দান্ত জনপ্রিয় তারা। বয়েস এভিনিউর কাভার করা গানগুলোর মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে ফটোগ্রাফ, উই ক্যান্ট স্টপ এবং আ থাউজেন্ড ইয়ারস। তাদের ইউটিউব চ্যানেলের নাম boyceavenue।

টেইলর ডেভিসের ভায়োলিন কাভার:

কাভার মিউজিক করে জনপ্রিয় হয়েছেন অ্যামেরিকান ভায়োলিনিস্ট টেইলর ডেভিস। মাই হার্ট উইল গো অন (টাইটানিক), টেলস অব দ্য উইন্ড, লিজেন্ডারি গার্ডিয়ান, গেম অব থ্রোনসের থিম সং, হি’জ আ পাইরেটের মতো জনপ্রিয় সব গানকে ভায়োলিনে ব্যতিক্রমধর্মীভাবে কাভার করেছেন তিনি। Taylor Davis তার ইউটিউব চ্যানেলের নাম।

মিনার্ভা- আ ট্রিবিউট টু বিডি ব্যান্ডস :

বাংলাদেশি থ্র্যাশ মেটাল ব্যান্ড মিনার্ভা। এদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর ততোধিক জনপ্রিয় গানগুলোর এক/দুই কলি মিলিয়ে তিন বছর আগে ১৯ মিনিটের এক ধুন্দুমার কাভার সং করে মিনারভা। এই গানটি তারা ট্রিবিউট করে দেশের সকল ব্যান্ডকে। কাজটি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেললে পরিচিতিও বেড়ে যায় মিনার্ভার। ট্রিবিউটটির শুরু হয় গুরু আজম খানের- ‘রেল লাইনের ঐ বস্তিতে’ দিয়ে। এরপরে একে একে নগর বাউল, এলআরবি, আর্টসেল, ওয়ারফেজ, মাইলস, অর্থহীনসহ জনপ্রিয় সব ব্যান্ডের অতিপরিচিত প্রতিটি গানের এক/দুই কলি দিয়ে সাজানো হয়েছে পুরো গানটি।

বখতিয়ার হোসেনের বাঁশি কাভার :

বে অব বেঙ্গল ব্যান্ডের কর্ণধার বখতিয়ার হোসেন। ইউটিউবে নিজের চ্যানেল দিয়েও জনপ্রিয় তিনি। বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের বেশ কিছু গানের অসাধারণ কিছু বাঁশি কাভার করেছেন তিনি। তার মধ্যে অন্যতম আর্টসেলের অনিকেত প্রান্তর, আর্বোভাইরাসের হারিয়ে যাও এবং অর্থহীনের এপিটাফ।

পশ্চিমা কাভার নিয়ে জেফার :

বাংলাদেশে পশ্চিমা গানের কাভারের জন্য ইউটিউবে জনপ্রিয় হয়েছেন জেফার। তার জনপ্রিয় কিছু কাভারের মধ্যে রয়েছে মাইকেল জ্যাকসনের ডার্টি ডায়ানা, অ্যাডেলের স্কাইফল, ক্রাই মি আ রিভার ও সে সামথিং।

কুঁড়েঘর :

একদমই তরুণদের আনপ্লাগড মিউজিক বেজড ব্যান্ড ‘কুঁড়েঘর’। অনেকটা ঘরোয়া আড্ডার আসরের মতো করেই বিভিন্ন গান কাভার করে তারা। সম্প্রতি তাদের কাভার করা কিছু গান ব্যাপক সাড়া পেয়েছে ইউটিউবে। এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য-আমার কাছে তুমি মানে, বেহায়া মন, কন্যা ইত্যাদি।

ব্যাকস্টেজ কাভার :

ঠিক কুঁড়েঘরের মতোই মিউজিক্যাল কিছু তরুণের আড্ডা থেকেই শুরু হয় ব্যাকস্টেজ কাভার। যদিও কাভার করার বিষয়ে এরা একটু ব্যতিক্রম, কারণ তারা একাধিক গান একসঙ্গে ফিউশন করে। তাদের কাভার করা সারা জাগানো গানের তালিকায় রয়েছে দেহঘড়ি, দিল্লীতে নিজামউদ্দিন, পাল তুলে দে সহ বেশ কিছু লালনগীতি।

জনপ্রিয় ব্যান্ডের কাভার :

শুধু কাভার মিউজিক করেই জনপ্রিয়- এমন ধারার বাইরেও হয়েছে বেশকিছু সাড়া জাগানো কাভার। কেন না অনেক জনপ্রিয় ব্যান্ডকে প্রায়ই দেখা যায় অন্যদের কাভার করতে। কর্নের কাভার করা অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল (পিঙ্ক ফ্লয়েড), ক্রেডল অব ফিলথের কাভার করা হ্যালোড বি দাই নেম (আয়রন মেইডেন) ও ফিয়ার অব দ্য ডার্ক (আয়রন মেইডেন), আর্ক এনিমির কাভার করা সিমফোনি অব ডিস্ট্রাকশন (মেগাডেথ), পাওয়ারসার্জের কাভার করা নগর বাউলের সুলতানা বিবিআনা ও যাত্রা এ ধারার অন্যতম উদাহরণ।