বিয়ে তো কত মানুষই করে? সে আর নতুন কি! সাহারার মরু থেকে এন্টার্কটিকার হিমবাহ- ওয়েডিং ডেস্টিনেশনগুলোতে বিয়ে করতে চাইলে লাগে স্রেফ মিয়া-বিবির সম্মতি, এবং অবশ্যই ট্যাঁকের জোর। তবে সবক্ষেত্রেই বরযাত্রীর সংখ্যার হেরফের হলেও কাজি আর ওয়েডিং ফটোগ্রাফার অবশ্য মাস্ট।
ক্যালিফোর্নিয়ার জেমস সিসম আর অ্যাশলে স্কিসেডরের বিয়েতে অবশ্য ছিলো শেরপা আর অক্সিজেন ট্যাংকের ছড়াছড়ি। কারণ দুই মার্কিন নাগরিক বিয়ে করেছেন পৃথিবীর সব থেকে উঁচু স্থানে, এভারেস্টে!
নেপালের দিক থেকে প্রায় তিন সপ্তাহ পর্বতারোহনের পরে জেমস ও অ্যাশলে পৌঁছান ১৭৫০০ ফুট উচ্চতার এভারেস্ট সাউথ বেস ক্যাম্পে।
অনুষ্ঠানের সময় বর-বউয়ের পরণে ছিল বিয়ের প্রথাগত পোশাক। জেমস পরেছিলেন কালো স্যুট ও অ্যাশলে পরেছিলেন সাদা ওয়েডিং গাউন। বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হয় মাত্র এক ঘণ্টায়। সেসময় সেখানের তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে।বিয়েটা সেরেই অবশ্য হানিমুন করতে আর হাইকিং নয় হেলিকপ্টারের খোঁজ করেন নবদম্পতি, ফিরে আসেন সমতলে।
এই অভূতপূর্ব বিয়ের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন অনেকেই। এবং গোটা ব্যাপারটা ক্যামেরাবন্দি করেন অ্যাডভেঞ্চার ওয়েডিং ফোটোগ্রাফার শার্লটন চার্চিল।