আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের টিউবলাইট। বজরঙ্গি ভাইজান ও এক থা টাইগার-এর পরে এই চলচ্চিত্রে তৃতীয় বারের মতো জুটি বাঁধলেন সালমান খান ও পরিচালক কবির খান। এই জুটির আগের দুটো ছবিই ভারতে তো বটেই, আলোড়ন তুলেছিল ভারতের বাইরেও। কাজেই তাদের তৃতীয় ছবিটি নিয়েও মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। আর সে আগ্রহের কেন্দ্রে আছে একটি প্রশ্ন- কী আছে টিউবলাইটে?
চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে দুই ভাইকে কেন্দ্র করে। এই দুই ভাইয়ের চরিত্রে অভিনয়ও করেছেন সত্যিকারের দুই ভাই। হ্যাঁ, তাদের একজনই নায়ক, মানে সালমান খান। পর্দায় তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তার বাস্তব জীবনের ভাই সোহেল খান।
চলচ্চিত্রটি নিয়ে অবশ্য প্রথম আলোচনা শুরু হয়েছিল, সালমানের বিপরীতে কে থাকছে তাই নিয়ে। প্রথমে নাম এসেছিল দীপিকার। কিন্তু সালমানের বিপরীতে অভিনয়ের আগ্রহ থাকলেও, নায়িকা চরিত্রটির নাকি গুরুত্ব খুবই কম। তাই কাজ করলেন না দীপিকা। কাহিনিতে আবার নায়িকা চরিত্রটি চীনা। তাই নেয়া হলো চীনা অভিনেত্রী ঝু ঝু-কে।
কাহিনিটি মূলত ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের। তখন হিমালয়ের সীমান্ত নিয়ে দুই দেশ যুদ্ধে জড়িয়ে পরেছিল। সে যুদ্ধের মধ্যে লক্ষ্মণ (সালমান) যায় তার ভাইকে খুঁজে বের করতে। এরই মধ্যে সে এক চীনা নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। অবশ্য সিনেমাটির চীনা অংশের শুটিং চীনে হয়নি। সেই অংশগুলোর শুটিং সেরে নেয়া হয়েছে লাদাখ আর মানালিতেই।
তবে এই চলচ্চিত্রটিতে সবচেয়ে বড় চমক বলিউডের আরেক খানের উপস্থিতি- শাহরুখ খান। এই কিছুদিন আগেও দুই খান সালমান ও শাহরুখ কেউ কারো ছায়াও মাড়াতেন না। সম্প্রতি অবশ্য এ দৃশ্যপটের বদল ঘটেছে। তারা এমনকি ছোট পর্দায় একসাথে হাজিরও হয়েছিলেন সালমানের বিগ বস টেন-এ। তারই ধারাবাহিকতায় দীর্ঘ পনের বছর পর তারা আবারও একসাথে হাজির হচ্ছেন বড় পর্দায়। অবশ্য শাহরুখ স্রেফ একটা অতিথি চরিত্রেই অভিনয় করছেন। কিন্তু খান-ভক্তদের জন্য সেটাই-বা কম কী! সেই ২০০২ সালের হাম তুমহারে হ্যায় সনম-এর পরে যে তাদের আর একসাথে বড় পর্দায় দেখাই যায়নি।
সালমানের ছবিতে শাহরুখের অতিথি চরিত্রে হাজির হওয়াটাকে অবশ্য ঋণ শোধ করার ব্যাপারও বলা যেতে পারে। কারণ এর আগে ঠিক এর উল্টোটাও ঘটেছিল। শাহরুখ খানের তুমুল জনপ্রিয় সিনেমা কুছ কুছ হোতা হ্যায়-তে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন সালমান। টিউবলাইট দিয়ে হয়তো সেই ঋণই চুকিয়ে দিচ্ছেন শাহরুখ।
ছবিঃ গুগল