প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। স্কুল পেরিয়ে এবার পা রাখতে হবে কলেজের চৌকাঠে। বলাবাহুল্য ইতোমধ্যেই ঢাকার নামী দামী কলেজগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। একেক কলেজে ভর্তির যোগ্যতার মাপকাঠিও একেকরকম। নিজেদের চাহিদা বুঝে কলেজগুলোতে ভর্তির জন্য যেমন প্রয়োজন ভিন্ন জিপিএ তেমনি আবেদনের ডেডলাইনও আলাদা।
জেনে নিই প্রথম সারির ১০ কলেজের ভর্তির তথ্য:
১। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
আবেদনের সময়: ২৬ মে থেকে ৯ জুন
বিজ্ঞান শাখা- বাংলা ও ইংরেজি
সাধারণ (সিভিল ও অন্যান্য কোটা): জিপিএ ৫
কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান: জিপিএ ৪.৭৮
ব্যবসায় শিক্ষা:
সাধারণ (সিভিল ও অন্যান্য কোটা): জিপিএ ৪.২২
কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তানঃ জিপিএ ৪
মানবিক:
সাধারণ (সিভিল ও অন্যান্য কোটা): জিপিএ ৩.৫০
কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান: জিপিএ ৩.৪৪
২। ঢাকা কমার্স কলেজ
আবেদনের সময়: ২৬ মে থেকে ৯ জুন
ঢাকা কমার্স কলেজে ভর্তি ইচ্ছুক হলে ঢাকা কমার্স কলেজকে প্রথম পছন্দ দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। (একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারে)
নূন্যতম জিপিএ ৩.৫০
অনলাইন আবেদন ফি ১৫০ টাকা ও এসএমএস ফি ১২০ টাকা
৩। ঢাকা কলেজ
আবেদনের সময়: ২৬ মে থেকে ৯ জুন
বিজ্ঞান শাখা: জিপিএ ৫
ব্যবসায় শিক্ষা: জিপিএ ৪.৫
মানবিক শাখা: জিপিএ ৪.৫
৪। হলি ক্রস কলেজ
আবেদনের সময়: ২৬ মে থেকে ৯ জুন
বিজ্ঞান বিভাগ: এসএসসি জিপিএ ৫ (উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ)
মানবিক বিভাগ: এসএসসি তে জিপিএ ৩.৫ থেকে ৫
ব্যবসায় শিক্ষা: এসএসসি জিপিএ ৪.২৫ থেকে ৫
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.২৫ ও তার বেশি জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগেও আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগে ৪.৫ বা তার বেশি জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে।
৫। নটর ডেম কলেজ
বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি মাধ্যম) : নূন্যতম জিপিএ ৫ (উচ্চতর গণিতে ৫ সহ)
ব্যবসায় শিক্ষা: নূন্যতম জিপিএ ৪
মানবিক বিভাগ: জন্য নূন্যতম জিপিএ ৩.৫০
এসএসসি এর ফলাফলের ওপর ভিত্তি করে বিভাগ প্রতি আসন সংখ্যার অনুপাতে দুই বা তিন গুণ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে। এরপরে তাদেরকে কলেজে নির্দিষ্ট কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ফর্ম সংগ্রহ: ২৫ মে (বিজ্ঞান বিভাগ), ২৬ ও ২৭ মে (সকল বিভাগ),
প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ: ১ জুন
লিখিত ও মৌখিক পরীক্ষা: ৩ ও ৪ জুন
৬। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (২৬মে থেকে ৯জুন)
বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি মাধ্যম): নূন্যতম জিপিএ ৫
মানবিক শাখা: নূন্যতম জিপিএ ৪.৭৮
ব্যবসায় শিক্ষা: নূন্যতম জিপিএ ৫
৭। ঢাকা সিটি কলেজ
আবেদনের সময়: ৯ মে থেকে ৩১ মে
বিজ্ঞান শাখা: নূন্যতম জিপিএ ৫ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা: নূন্যতম জিপিএ ৪
মানবিক শাখা: নূন্যতম জিপিএ ২.৫০ (বিজ্ঞান ও ব্যবসায়ী শাখা থেকে আসলে জিপিএ ৩ থাকতে হবে)
৮। বিএএফ শাহীন কলেজ
আবেদনের সময়: ৯ মে থেকে ৩১ মে
বিজ্ঞান শাখা:
শাহীন স্কুল শাখার শিক্ষার্থী হলে জিপিএ ৪
অন্য প্রতিষ্ঠান থেকে আসলে জিপিএ ৪.৭৫
ব্যবসায় শিক্ষা:
শাহীন স্কুল শাখার শিক্ষার্থী হলে জিপিএ ৩.৫০
অন্য প্রতিষ্ঠান থেকে আসলে জিপিএ ৩.৭৫
মানবিক:
শাহীন স্কুল শাখার শিক্ষার্থী হলে জিপিএ ২.৭৮
অন্য প্রতিষ্ঠান থেকে আসলে জিপিএ ৩
৯। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আবেদনের সময়: ২৬ মে থেকে ৯ জুন
বিজ্ঞান শাখা:
আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য জিপিএ ৪.৫
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৫
ব্যবসায় শিক্ষা:
আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য জিপিএ ৪
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৪.৫
মানবিক শাখা:
সকলের জন্য প্রযোজ্য জিপিএ ৩
১০। রেসিডেনশিয়াল মডেল কলেজ
আবেদনের সময়: ৯ মে থেকে ৩১ মে
বিজ্ঞান শাখা:
রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৪.৮৩
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৫
ব্যবসায় শিক্ষা:
রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৪.৮৩
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৪.৫
মানবিক শাখা:
রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৩.৫
অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে প্রযোজ্য জিপিএ ৪