কানজয়ীর পাঁচ ছবি! সাথে একটা ফ্রি!!

দুনিয়ার দূর দূর প্রান্ত থেকে যারা কানে চোখ রাখছিলেন তারা কেউই ধারণা করেননি এভাবে ‘কান নিয়ে যাবে চিলে’। পৃথিবীর অন্যতম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার বগলদাবা করলেন ‘ড্রামাকিং’ সুইডিশ চলচ্চিত্র পরিচালক রুবেন ওস্টলাঁড। কান উৎসবের সেরা ছবির সম্মান স্বর্ণপাম পেল তার নির্মিত দ্য স্কয়ার

স্বর্ণপাম নিয়ে পরিচালক রুবেন ওস্টলাঁড

টরেন্ট লিংক হাতড়ানোর আগে চলুন খোঁজ নিই আর কী কী সিনেমা তিনি নির্মাণ করেছেন

গিটারমংগট (২০০৪)
জীবনের আপাত গুরুত্বহীন টুকরো টুকরো গল্পই ছিল চলচ্চিত্রটির উপজীব্য। বেশ নিরীক্ষাধর্মী একটি চলচ্চিত্র। ১২ বছর বয়সের এক ছোট্ট ছেলের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য জুড়ে দিয়ে দিয়ে ভাঙা ভাঙা গল্পের ওপ দাঁড়িয়েছে ছবির চিত্রনাট্য। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারও পেয়েছিল এই ছবি।

ইনভলান্টারি (২০০৮)
রুবেন নিজেই এটাকে বলেছেন ‘ট্র্যাজিক কমেডি বা কমিক ট্র্যাজেডি’। অনেকগুলো মানুষের ছাড়া ছাড়া গল্প জুড়ে দাড়িয়েছে এই সিনেমার কাহিনী। দারুণ নির্মাণশৈলির কারনেও সিনেমাটি হয়েছিল আলোচিত। উদীয়মান চলচ্চিত্রকারদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা অর্জনকারী এই চলচ্চিত্র।

প্লে (২০১১)
সিনেমার গল্প টিন এজ কিশোদের নিয়ে। তাতে আছে আবার গ্যাং আর দলাদলির ঘটনাও। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সাদা আর কালো কিশোরদের দলাদলি আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই সিনেমার মুক্তির পরের বছর নর্ডিক কাউন্সিল ফিল্ম প্রাইজ জিতে নেয়।

ফোর্স ম্যাজ্যুর (২০১৪)
ক্রমাগত দ্বন্দ্বে ধুঁকতে থাকা এক সুইডিশ পরিবার নিয়ে তৈরি এই চলচ্চিত্র মুক্তির সঙ্গে সঙ্গেই সমালোচক এবং সাধারণ দর্শকের প্রশংসা পায়। কানের জুরি প্রাইজসহ বেশ ক’টি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছিল সিনেমাটি।

দ্য স্কয়ার
এবারের কানজয়ী সিনেমা। নিজেরই তৈরি পুরনো একটি ভিডিও ইনস্টলেশন থেকে অনুপ্রাণিত হয়ে আস্ত ফিচার ফিল্ম তৈরি করেছেন তিনি। সুইডেনের রাজতন্ত্রের অবসান পরবর্তী একটি জাদুঘরে শিল্পকর্ম প্রদর্শনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী। শিল্পের আড়ম্বর নিয়ে তামাশা ভরপুর এই চলচ্চিত্র প্রিমিয়ারেই জিতে নিয়েছে এবারের পাম দ’র। সামনে নিশ্চয়ই আরও ভালো কিছু অপেক্ষা করছে দ্য স্কয়ার-এর জন্য।

এবং ফ্রি!
ইনসিডেন্ট
বাই ব্যাংক (২০০৯)
ব্যাংক ডাকাতি নিয়ে তৈরি মুভির গৎবাঁধা ধারণা ভেঙে দিতেই বোধ হয় এই ছবি বানিয়েছেন রুবেন। ১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নতুন কিছু বলার চেয় বরং দেখে নেওয়া যাক আস্ত ছবিটিই। ওহ শিরোনামে ফ্রি বললেও এই ছবির শেষ অব্দি দেখতে পয়সা লাগবে কিন্ত।

vimeo.com/ondemand/incidentbyabank