গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে একাত্তরের ১৭ এপ্রিল।
চলুন না জেনে নিই মুজিবনগর সরকার সম্পর্কে অজানা ৫টি তথ্য।
- ১৭ এপ্রিল, ১৯৭১। তৎকালীন কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
![](http://icetoday.net/wp-content/uploads/2017/04/Mujibnagar-Government03-1.jpg)
- ১৯৭১ সালের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। তবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মেহেরপুরের মুক্তাঞ্চলে। ওই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে পরে মুজিবনগর নামকরণ করা হয়।
![](http://icetoday.net/wp-content/uploads/2017/04/Mujibnagar-Government02.jpg)
- এদিন ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। যাতে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এ ছাড়াও তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
- জেনারেল এম এ জি ওসমানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন।
- মুজিবনগরে ১২ জন আনসার সদস্য জাতির পিতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের দায়িত্বে ছিলেন পুলিশ কর্মকর্তা মাহবুব উদ্দীন আহমদ।
![](http://icetoday.net/wp-content/uploads/2017/04/Mujibnagar-Government01.jpg)
মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।