অন্যান্য বছরের মতো কে ক্র্যাফ্ট পূর্ণ মর্যাদায় এবং শ্রদ্ধাভরে একুশের পসরা সাজিয়েছে। যা এই প্রতিষ্ঠানের সবকটি বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারীর পুরো মাস ধরে কে ক্র্যাফ্ট – এর আগ্রহী ও সহযোগী সম্মানিত ক্রেতাদের জন্য উপস্থিত থাকবে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে – বর্ণ ও শব্দ মালার বিন্যাস । এছাড়া কোলাজ, লাইন ড্রইং, ফ্লোরাল, জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, কটি-কামিজ, কুর্তি, লং কুর্তি, কটি-কুর্তি, পাঞ্জাবী, শার্ট ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস্, পাঞ্জাবী, শার্ট ইত্যাদি।
মাধ্যম হিসাবে হাতের কাজ, টাই এন্ড ডাই, প্রিন্ট এবং রং -এর ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে – শোক এর কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সকলের উপযোগী পোশাক, যুগল পোশাক সহ একুশের আয়োজন কে ক্র্যাফট এর সকল আউটলেট ছাড়াও অনলাইন সপ এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে ।